Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে হোমনায় নববর্ষ উদযাপন।
Details

অতীতের জরাজীর্ণতা পেরিয়ে এসেছে বাংলা ১৪১৯ । হোমনায় এ দিনে বিকালে মেঘনা ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক ব্যবস’াপনায় হোমনা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। মোঃ আরিফুল ইসলাম জনির সভাপতিত্বে উপসি’ত ছিলেন ইউএনও মোঃ হেলাল হোসেন, ওসি জলিল আহামেদ। এছাড়া সকালে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সাড়ম্বরে পালন করে বাংলা নববর্ষ। এ উপলক্ষে নাচ, গান, কবিতা আবৃতি, নাটিকা,জারী- সারি, ভাটিয়ালী গান পরিবেশন করা হয়। আর পান-া -ইলিশ দিয়ে আপ্যায়ণের বিশেষ ব্যবস’া ও ছিল কোন কোন অনুষ্ঠানে। হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালযে বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জহিরুল হক জহর। এসময় ওসি জলিল আহামেদসহ স’ানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপসি’ত ছিলেন।

Attachments
Image
Publish Date
15/04/2012